
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স্রে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান পানাম ফুড পার্ক ফ্রেশ সুপার মার্কেটের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।
এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. খলিল হোসেন ভূঁইয়া, তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নাজমুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকার গণ্যমাশ্য ব্যক্তিরা।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক 


















