
মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল থেকে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সাক্ষ্যের শুরুতেই তিনি একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য প্রকাশ করে জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দেন, ৫০ শতাংশ ব্যালট বাক্স আগেই ভরে রাখার জন্য। মামুনের দাবি অনুযায়ী, এই পরিকল্পনার মাধ্যমে নির্বাচন পূর্বেই একপ্রকার নিশ্চিত করে রাখা হয়।
তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়তে থাকে। এমনকি কিছু পুলিশ কর্মকর্তা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন, যার ফলে তারা চেইন অব কমান্ড মানতেন না।
মামুনের দেয়া সাক্ষ্যে উঠে আসে জুলাই মাসে শুরু হওয়া গণআন্দোলনের পটভূমিও। তিনি জানান, ১৯ জুলাই থেকে প্রতিদিন রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হতো। এই বৈঠকে আন্দোলন দমনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো।
একটি বৈঠকে ডিজিএফআই-এর প্রস্তাবে আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেই দায়িত্ব দেওয়া হয় ডিবি প্রধান হারুনকে। মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের মানসিক চাপ প্রয়োগ করে সরকারের সঙ্গে আপোসে বাধ্য করার চেষ্টা করা হয়। তাদের দিয়ে টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়।
মঙ্গলবার বেলা ২টার পর আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হবে, জানানো হয়েছে ট্রাইব্যুনাল সূত্রে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 


















