
আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনি সারারাত ঘুমাতে পারেননি। হাসপাতালটিতে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।
তিনি বলেছেন, পুরো হাসপাতাল আহতদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। প্রতি পাঁচ মিনিটে একজন করে আহত হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।
এই চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেকে আহত রোগীকে মেঝেতে রেখা চিকিৎসা দিতে হচ্ছে।
ডা: মুলাদাত পরিস্থিতিটাকে সংকট হিসেবে উল্লেখ করেন।
আরেকটি প্রদেশ নানগারহার এর প্রধান হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জন আহতের চিকিৎসা চলছে।
Reporter Name 





















