প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চেয়েছেন। জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের।”
সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের প্রস্তুতি নেই, এমন অভিযোগ আমরা নেবো না। একটা পর্যায়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে।”
সিইসি আরও বলেন, “মব কালচার নিয়ে উনি জানতে চেয়েছেন, তাকে বলেছি নির্বাচনের সময় এসব থাকবে না।”