
আফগানিস্তানে ছয় মাত্রার এক ভূমিকম্পে ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে দেশটির তালিবান সরকার।
দেশটির প্রত্যন্ত অঞ্চলে এ ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি, ফলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে কর্মকর্তারা আশংকা করছেন।
কর্তৃপক্ষ বলছে, কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত আট কিলোমিটার এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে, আফগানিস্তানের ভেতরে যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে, যেখানে শতশত বাড়িঘর ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে তালিবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে পাশাপাশি কয়েকটি গ্রাম ধসে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিধ্বসের কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Reporter Name 



















