
দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
এই সংখ্যক ভোটারকে তালিকাভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই তালিকা প্রকাশ করলো সাংবিধানিক এই সংস্থাটি।
রোববার ৩১ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
বিকেলে সাংবাদিকদের তিনি জানান, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। আর মহিলা ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। সেই সাথে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন ।
ইসি সচিব জানিয়েছেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের নিয়ে আরেকটি তালিকা প্রকাশ করা হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 


















