প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:০৭ পি.এম
নুরের নাকের হাড় ভেঙে গেছে, আলোচনায় বসবে মেডিকেল বোর্ড

রাজধানীর কাকরাইলের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
আজ শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল হকের চিকিৎসায় গতকাল (শুক্রবার) রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ তার চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে।
৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত বলা সম্ভব নয় জানিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.