প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১২:৩৫ এ.এম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যহারের দাবীতে করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে ওই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপন প্রমুখ।
এসময় বক্তব্য বলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয় কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বন্ধ করে দেয়া হবে যোগাযোগ ব্যবস্হা।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.