প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১২:৫৪ এ.এম
বাবা-মায়ের সাথে কারাগারে দুধের শিশু

রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার ঘটনায় স্বামী স্ত্রী’র ১৪ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে বাবা মায়ের সাথে কারাগারে গেলেন দুধের শিশু রিসাদ।
গতকাল বুধবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ আদেশ প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, হারাগাছ থানার চন্দনকুঠি এলাকার বুলবুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রওজা বেগম (২৩) রায় প্রদানের সময় স্বামী -স্ত্রী উভয়ে উপস্থিত ছিলেন।
মহানগর দায়রা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহীনুর আলম জানান, দণ্ডপ্রাপ্ত মায়ের আবেদনের প্রেক্ষিতে ওই দুধের শিশু মায়ের সাথে কারাগারে থাকবেন।
আদালত সুত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রওজা বেগম ও বুলবুল ইসলামের বিরুদ্ধে ২৪০ মোটা নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২০২১ সালের ২ জানুয়ারী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫-এ(বি) ৪৮২/৪৮৩/৪১৭/৪২০ ধারায় হারাগাছ থানায় মামলা দায়ের হয়। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক। রায় প্রদানের সময় স্বামী স্ত্রী এবং দুধের শিশুটি মায়ের কোলে উপস্থিত ছিলেন।
এদিকে, রায়ের পর দুধের সন্তান থাকায় মায়ের আবেদনে দুধের সন্তান রিসাদকেও কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন থেকে শিশু রিসাদ তার বাবা মায়ের সাথে কারাগারেই থাকবেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.