জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের যে কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা স্কুলে এসে দেখে স্কুলের অফিসরুমের দরজার তালা ভাংঙ্গা পরে অফিসরুমের ভিতরে গিয়ে দেখে অফিসরুমের ৪টি ফ্যান পাশের চতুর্থ শ্রেণীর ৪টি ফ্যানসহ কয়েকটি ব্লাভ,ফুটবল চোরেরা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কুল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার জানান, প্রতিদিনের মতো আজ সকাল ৮টা ৪০ দিকে স্কুলে এসে তিনি দেখতে পান অফিস রুমের দরজার তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন অফিস রুমের ৪টি ফ্যান এবং পাশের চতুর্থ শ্রেণির কক্ষের ৪টি ফ্যান চুরি হয়েছে। এছাড়াও কয়েকটি লাইট ও খেলাধুলার সরঞ্জামও নিয়ে গেছে চোরেরা।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন মাওয়া বলেন আমাদের স্কুলের ফ্যান চুরি হয়েছে। ফ্যান চুরি হওয়ায় গরমে আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।