
আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয়-সন্দেহ নেই।”
“সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই। আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম,” বলেন তিনি।
দুই-একটি রাজনৈতিক দল এই নির্বাচন নিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান এটা রাজনৈতিক কৌশল হতে পারে। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।
“বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনের আমেজ বিরাজমান। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গেছে। এখন যারাই নির্বাচনের বিরুদ্ধে কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সেই ঝুঁকি যদি কেউ নেয় নিতে পারে” বলেন বিএনপির এই নেতা।
নিজস্ব প্রতিবেদক 





















