
চুয়াডাঙ্গার আলুকদিয়ার গুলশান পাড়ায় জমাজমি নিয়ে চাচাতো ভায়ের হাতে ভাই ও ভাতিজাসহ দুইজন খুন। এঘটনা পরপরই ঘাতক খুনি হাসান ও তার ভাগ্নে।রাজুকে পুলিশ আটক করেছে। এদিকে এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ২৬ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের গুলচান পাড়ায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের গুলশান পাড়ার জহুরুল ইসলামের ছেলের হাসান অলী বাবু (৪৫) ও তার ভাতিজা মিরাজ আলীর (১৮) এর সাথে গ্রামের চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের গুলশান পাড়ার ১০ কাঠা জমাজমি বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারেটার দিকে। হাসান ও তার চাচাতো ভাই তৈয়ব আলীদের মধ্য জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্ষায়ে হাসান আলী ও রাজিব হাসাণ তৈয়ব আলী ও তার পুত্র মিরাজকে (১৮) কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলে মিরাজ (১৮) মারা যায়। ও তার পিতা তৈয়ব আলীকে(৪৫) গুরুতর জখম অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছে তৈয়ব আলীও মারা যায়। এদিকে এঘটনার মূল হুতা আলুকদিয়া গ্রামের জহুরুল ইসলাম দুঃখুর ওরফে জহর আলীর ছেলে খুনি হাসান আলী বাবু(৪৫) ও হাসনের ভাগ্নে আব্দুর রহমানের ছেলে রাজুকে (৩১) পুলিশ আটক করেছে।
তিনি আরো জানান, ঘটনার পর আসামী আটক এ বিষয়ে আরো তথ্যনউপাত্ত অনুসন্ধান চলছে, মামলা হবে এবং মরদেহের ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।