প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৩:৩২ পি.এম
পাবনায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেফতার

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-রংপুর জেলার দেওডোবা নেকপাড়া গ্রামের মৃত-আব্দুস সালামের ছেলে মোঃ রতন মিয়া (৩৬) ও পাবনা জেলার সদর থানার সাধুপাড়া জুটপট্রি এলাকার মোঃ কালু বিশ্বাসের ছেলে মোঃ আব্দুর রহমান।
গতকাল শুক্রবার ২২ আগষ্ট রাত ১১ টার দিকে পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের বুনাইপাড়ায় পাবনা-ঢাকা মহাসড়কের সালমান ভলকানাইজিং দোকানের সামনে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চলাকালে একটি হলুদ-নীল রঙের ছয় চাকা বিশিষ্ট জ্যাক (JAC) ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চারটি খোপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময উদ্ধার করা ১৮ কেজি গাঁজা জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন মাদক ও অপরাধ দমনে তাদের এ অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.