ভোলা দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিন লিটন ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান উৎপল দেবনাথ। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী সাংবাদিক।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজী রাকিব ও রিয়াজসহ কয়েকজন তাদের বাড়িতে সাংবাদিক প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়, সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাম্যান উৎপলকে উদ্দেশ্য করে তারা অকথ্য ভাসায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি ধাক্কাদিয়ে বাড়ির বাইরে এনে রাস্তার ওপর ফেলে দেয়।
ভুক্তভোগী সাংবাদিক নাসির লিটন আরও অভিযোগ করেন, রাসেল ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের পাশাপাশি তাদের মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল কাজি প্রকাশ্যে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC9OEN ) কেড়ে নিয়ে সজোরে ফেলে দিয়ে ভেঙ্গে ফেলেন। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিন লিটন দৌলতখান থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সময় টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরেছি। লিখিত অভিযোগ (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
এদিকে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় ভোলা প্রেসক্লাব, ভোলা রিপোর্টার্স ইউনিটি, ভোলা জার্নালিষ্ট ফোরাম, ভোলার বাণী পরিবার, লালমোহন উপজেলা জার্নালিষ্ট ফোরামের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে কঠোর শান্তি প্রদানের দাবী জানানো হয়।