প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৬:৫৭ এ.এম
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন

পুঠিয়ার বেলপুকুরে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামায়াত নেতা শমসেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২১সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোমাদী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহণকারী রহিদুল ইসলাম বলেন, গত ১৫ আগষ্ট শুক্রবার দোমাদী সরকার প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণচেষ্টা করেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলীর । এমন নোংরা কাজের জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এই মানববন্ধন থেকে।
মানববন্ধনে উপস্থিত স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবি এমন শিশু ধর্ষণ চেষ্টাকারী শমসেরকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তার ফাঁসির দাবি করেন।
এ ঘটনার জন্য গত বুধবার (২০ আগষ্ট) অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করার জন্য বিকালে সালিশ ডাকা হলেও তিনি উপস্থিত হয়নি। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে রাতে বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
এ ব্যাপারে অভিযুক্ত শমসেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি জামায়তি ইসলাম থেকে মেম্বার পদপ্রার্থী ছিলেন। জানাযায় তিনি সপরিবারে এলাকা ছেড়ে পালিয়েছেন।
জামায়াতে ইসলামীর বেলপুকুর থানা আমির মকবুল হোসেন জানাল , বিষয়টি আমরা জানার পরে থানায় গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি, সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্ত করে, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, জানান, গতকাল রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে তদন্তের জন্য আমাদের অফিসার যাবে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.