প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ৫:৫৪ পি.এম
অবৈধভাবে বালু তোলার অপরাধে ২ জনকে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ও ঢালারচরে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে পৃথক দু'টি মামলায় ২জনকে এক মাস করে কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম এ রায় ঘোসনা করেন। আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম আমিনপুর থানা ও কাজিরহাট নৌ পুলিশের সহায়তায় কাজিরহাট ব্রীজ এলাকা ও ঢালারচরের রামনারায়নপুর অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক কাজিরহাট এলাকা থেকে আটক খাগড়াছড়ি জেলার খাগড়াবিল রামগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ রনিকে(২৫) ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ঢালারচরের রামনারায়নপুর এলাকার পাষানের ছেলে মোঃ নূর ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের এ রায় ঘোষনা করেন। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.