
রংপুরে এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন যে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তারা গত বছর পাঁচই অগাস্টের পর পালিয়ে যাওয়ায় সেখানে প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
“আওয়ামী লীগের সময় স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি, কেন্দ্র দখল হয়েছে। তাই উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। সেই খালি জায়গাগুলোর কাজ সরকারি অফিসাররা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করছেন।”
এসব কারণে তৈরি হতে যাওয়া সংকট এড়াতে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকার আগ্রহী ছিল বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।