প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৫:৪৬ পি.এম
সৈয়দপুর পৌরসভার জমি দখলে বাধা দেয়ায় দুই কর্মচারীকে মারধর, থানায় অভিযোগ

সৈয়দপুর পৌরসভার জমি অবৈধ ভাবে দখলে নেয়ার বাধা দিতে গেলে সুজন শাহ ও মোকছেদ আলী নামের দুই কর্মচারীকে বেধরক পিটিয়ে আহত করেছে দখলকারীরা। ১৭ আগষ্ট রাত প্রায় ১০ টায় শহরের ১১ নং ওয়ার্ডের গোয়ালপাড়া কলাহাটি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন শাহ বাদী হয়ে স্হানীয় থানায় ১৯ আগষ্ট ১১ জনের নামে অভিযোগ করেছেন।
জানা যায়, শহরের ১১ নং ওয়ার্ডের কলাহাটি এলাকার ওই জায়গাটি দখলে ছিল সাহিন নামের এক ব্যবসায়ির। তিনি প্রায় ২ বছর থেকে ওই এলাকায় কলার ব্যবসা করে আসছেন। কিন্তু গত ১৭ আগষ্ট রাত প্রায় ১০ টায় কলা হাটির ওই জায়গাটি দখলে নিয়ে স্হাপনা নির্মান করছিলেন আসামীরা। ওইসময় খবর পেয়ে ঘটনাস্থল যায় পৌরসভার সহকারী আদায়কারী ও পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ সহ পানি শাখার মোঃ মোকছেদ আলী। সেখানে দখলকারীদের বাঁধা দেয়ার সাথে সাথে রড,বাঁশের লাঠি ও দেশীয় ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। ওই সময় পৌরসভার দুই কর্মচারী জ্ঞান হীন হয়ে পড়লে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও লোকজন তাদের আহত অবস্থায় স্হানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান। পরদিন ১৮ আগষ্ট ও ১৯ আগষ্ট দুই কর্মচারীকে মারধরে জড়িতদের গ্রেফতারের দাবীতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি রাখেন। এতে নাগরিক সুবিধা বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েন পৌরসভা বাসী।
স্হানীয়রা বলেন,২০২৪ সালের ৫ আগষ্টের পর আইনশৃঙ্খলা ঝিমিয়ে পড়ায়,দখলবাজরা মাথা চারা দিয়েছে। তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই প্রতিবাদকারীদের লাঞ্চিত ও মারধর করেই চলেছে। অবৈধ ওইসব দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোড় দাবি জানানো হয়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার সুবিধার্থে আপাততঃ আসামীর নাম প্রকাশ করা হচ্ছে না। তদন্ত চলছে। ২/৩ দিনের মধ্যেই ব্যবস্হা নেয়া হচ্ছে বলে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.