প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:৫৪ পি.এম
রংপুরে রোড ডিভাইডার পারাপারের সময় শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু

রংপুরে মোটরসাইকেল নিয়ে রোড ডিভাইডার দিয়ে পাড়াপারের সময় অটো রিক্সার ধাক্কায় তানিমা আক্তার পান্না ও আসাদুল ইসলাম আসাদ (৪০) নামে শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত শ্যালিকা পান্না নগরীর বিনোদপুর এলাকায় এবং দুলাভাই মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর তাজহাট থানার সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শ্যালিকাকে বাড়িতে পৌছে দেওয়ার জন্য মোটরসাইকেলে নিয়ে রোড ডিভাইডার অতিক্রম করার সময় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শ্যালিকা পান্না। পরে দুলাভাই আসাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সাদ্দাম হোসেন (২৫) কে আটক করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক সাদ্দাম হোসেন (২৫) কে আটক করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.