প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১০:৪০ পি.এম
বেড়ায় সওদাগর কুরিয়ার সার্ভিসকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাবনার বেড়া পৌর সদরের কলেজ রোডে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে এই জরিমানা করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট বিকেল ৫ টায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বেড়া থানা পুলিশের সহায়তায় বেড়া পৌর সদরের কলেজ রোডে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসে প্রায় এক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়।
নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারি মোঃ মামুন হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে সাজা থেকে অব্যাহতি দেয়া হয়। এ সময় বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পুড়িয়ে ধংস করা হয়।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.