বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সবসময় এদেশের জনসাধারণের অপরিসীম বিশ্বাস আর ভালোবাসায় সিক্ত রাজনৈতিক দল। আমরাও জনগণের এই ভালবাসার মূল্যায়ন করি, তাদের সবসময় শ্রদ্ধায় রাখি।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জননন্দিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ভালোবাসা অর্জন করেন। তার যোগ্য উত্তরসূরী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, দেশের উন্নয়ন হবে।
আজ দুপুরে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় শহরের পুরনো বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।