
পাবনা ঈশ্বরদী পৌরসভার কদমতলায় অবস্থিত ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত গভীর রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা অফিস কক্ষের দুটি তালা ও কয়েকটি স্টিলের আলমারি ভেঙে দুটি ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। ঘটনার সময় স্কুলে কোনো নৈশপ্রহরী ছিল না।
বিদ্যালয়ের দপ্তরি আয়নুল হক জানান, আমি দিনের বেলা পিয়নের দায়িত্ব পালন করি। রাতে কয়েকবার স্কুলে গিয়ে দেখে আসি। গত রাতেও কয়েকবার গিয়েছিলাম, তখন কিছু অস্বাভাবিক পাইনি। আমি চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, স্কুল প্রতিষ্ঠার পর এই প্রথম চুরির ঘটনা ঘটল। অফিস কক্ষের দুটি তালা ভেঙে চোরেরা ভিতরে ঢোকে। তারা কয়েকটি আলমারি ভেঙে ড্রয়ার তছনছ করে এবং দুটি ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়। আমরা এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই আনিসুর রহমান আনিস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে নৈশপ্রহরী না থাকার সুযোগে চোরেরা অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। আলমারি ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে গেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরদিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে গতরাতের যে কোন সময় সমস্ত টাকা নিয়ে গেছে চোর। সোমবার (১৮ আগস্ট) সকালে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান গোরস্থানের খাদেম। এরপর তিনি কমিটির সকলকে মোবাইলে অবহিত করেন। কমিটির বেশ কয়েকজন উপস্থিত হয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম খলিলুর রহমান জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্ব পালন করে আসছি। ইতোমধ্যে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এবার আরও মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা নিয়ে গেছেন।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, এর আগেও দুইবার দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি হয়েছিল। এবার ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিল। দান বাক্সর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত রাতের যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা নিয়ে গেছে। তিনি বলেন, চলতি মাসের ৩ তারিখে দান বাক্স খুলে ১০ হাজার ৩২০ টাকা পাওয়া গিয়েছিল। দানবাক্সের টাকা চুরির বিষয়ে ঈশ্বরদী থানাকে অবহিত করা হয়েছে।
আলমাস আলী, ঈশ্বরদী ( পাবনা )প্রতিবেদক 



















