ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন

ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলায় রোববার বিকাল থেকে মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র উপকূলের নদনদী সমূহ। সমুদ্রের প্রভাবে নদনদী উত্তাল থাকায় জেলার ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ।

গত ২৪ ঘণ্টায় ভোলায় প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোলায় আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান।

এদিকে, নদী উত্তাল হওয়ায় আজ রোববার জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা টু ঢাকা, চরফ্যাশন টু ঢাকা’সহ জেলার অভ্যন্তরীণ ২০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। অভ্যন্তরীণ বন্ধ নৌরুটগুলো হচ্ছে- ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, ইলিশা-মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল, লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকঝান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা, ভোলার ভেদুরিয়াঘাট-বরিশালের লাহারহাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর, চরফ্যাশনের কচ্ছিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছিয়া-চর পাতিলা, চরফ্যাশনের আবুবকরপুর- দশমিনা, ভোলা সদরের তুলাতুলি- মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি-দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মো. পারভেজ।

ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, নৌযান চলতে হলে নদীপথ স্বাভাবিক হতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বলেও জানান এ কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার জেলায় ৩ নম্বর নৌ সতর্ক সংকেত জারি রয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত একটানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে অতি জোয়ারের ফলে জেলার মনপুরার কলাতলী, সাকুচিয়া, রামনেওয়াজ, চরফ্যাসনের ঢালচর, কুকুরী-মুকুরী, চরপাতিলা ও লালমোহন উপজেলার চর কচুয়া ও বিচ্ছিন্ন কয়েকটি নিম্নাঞ্চলের লোকালয় ডুবে গেছে। প্রবল স্রোতের তোড়ে ভেঙ্গে যাচ্ছে, মাঝের চর, রামদাসপুর, রামদেবপুর, বড়াইপুর ও চর কাচিয়ার বিস্তীর্ণ জনপদ।

ভোলায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Update Time : ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

জেলায় রোববার বিকাল থেকে মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র উপকূলের নদনদী সমূহ। সমুদ্রের প্রভাবে নদনদী উত্তাল থাকায় জেলার ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি এ।

গত ২৪ ঘণ্টায় ভোলায় প্রায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোলায় আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান।

এদিকে, নদী উত্তাল হওয়ায় আজ রোববার জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা টু ঢাকা, চরফ্যাশন টু ঢাকা’সহ জেলার অভ্যন্তরীণ ২০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সরকারি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। অভ্যন্তরীণ বন্ধ নৌরুটগুলো হচ্ছে- ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, ইলিশা-মেহেন্দিগঞ্জ, ভোলা-বাউফল, লালমোহন-নাজিরপুর, দৌলতখান-আলেকঝান্ডার, তজুমদ্দিন-মনপুরা, মনপুরা-হাতিয়া, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা, চরফ্যাশনের ঘোষের হাট-ঢাকা, বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন-ঢাকা, ভোলার ভেদুরিয়াঘাট-বরিশালের লাহারহাট, চরফ্যাশনের কচ্ছপিয়া-ঢালচর, চরফ্যাশনের কচ্ছিয়া-কুকরী-মুকরী, চরফ্যাশনের কচ্ছিয়া-চর পাতিলা, চরফ্যাশনের আবুবকরপুর- দশমিনা, ভোলা সদরের তুলাতুলি- মাঝের চর, ভোলা সদরের ইলিশা-রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি-দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মো. পারভেজ।

ভোলার মেসার্স ব্রাদার্স নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, নদী উত্তাল থাকায় ডেঞ্জার জোনে তাদের কর্ণফুলী সিরিজের লঞ্চগুলো হাতিয়া, মনপুরা, চরফ্যাশন ও হাকিমুদ্দিন ঘাট থেকে ঢাকা রুটে চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, নৌযান চলতে হলে নদীপথ স্বাভাবিক হতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটতে কোনোপ্রকার লঞ্চ চলাচল করতে দেয়া হবে না বলেও জানান এ কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার জেলায় ৩ নম্বর নৌ সতর্ক সংকেত জারি রয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত একটানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এদিকে, মৌসুমী বায়ুর প্রভাবে অতি জোয়ারের ফলে জেলার মনপুরার কলাতলী, সাকুচিয়া, রামনেওয়াজ, চরফ্যাসনের ঢালচর, কুকুরী-মুকুরী, চরপাতিলা ও লালমোহন উপজেলার চর কচুয়া ও বিচ্ছিন্ন কয়েকটি নিম্নাঞ্চলের লোকালয় ডুবে গেছে। প্রবল স্রোতের তোড়ে ভেঙ্গে যাচ্ছে, মাঝের চর, রামদাসপুর, রামদেবপুর, বড়াইপুর ও চর কাচিয়ার বিস্তীর্ণ জনপদ।

ভোলায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।