
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ শ্লোগানকে ধারন করে সারা দেশে মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো তথ্য মতে-
পাবনা
পাবনার সাঁথিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায়
"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এছাড়াও বক্তব্য দেন মৎস্য চাষি কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী, আলিফ উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার ৪ উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
'অভয়fশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আজ সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, নওগাঁ জেলায় মৎস্য সম্পদের বিপুল বৈচিত্র্য ও সম্ভাবনা রয়েছে। ৩ হাজার ৪৮৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নওগাঁ জেলার ২৭ লাখ ৮৫ হজার লোকের চাহিদা রয়েছে ৬৮ হজার ৯২৯ মেট্রিক টন। বিগত ২০২৪-২৫ অর্থবছরে জেলায় মাছ উৎপাদন হয়েছে ৯৩ হাজার ৬২১ মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২৪ হজার ৭৩২ মে.টন বেশি। নওগাঁ জেলায় ৮৫ টি বিল, ৯৭টি প্লাবন ভূমি, ছোটবড় ৭টি নদীসহ মোট ৪৭ হাজার ৭৫০ হেক্টর জলাশয় রয়েছে।

পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আলোচনা সভার আয়োজন করে।
এর আগে উপজেলা মৎস অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।
সকাল সাড়ে ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। সভা সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন খান, অ্যাডভোকেট সাহাবাজ হোসেন খান মিল্টন, ডাক্তার মো. আবু রায়হানসহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। সভায় সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নাটোর
জেলায় বছরে স্থানীয় চাহিদা মিটিয়ে ৩৯ হাজার টন মাছ উদ্বৃত্ত থাকছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক আসমা শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।
মো. আবু সাঈদ বলেন, নাটোর জেলায় বছরে ৭৯ হাজার ৬৯৭ টন মাছ উৎপাদন হয়। এতে বাৎসরিক ৪০ হাজার ৭৩২ টন স্থানীয় চাহিদা মিটিয়ে ৩৮ হাজার ৯৬৫ টন মাছ উদ্বৃত্ত থাকছে।
তিনি বলেন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা ও সংরক্ষণ, জেলেদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, প্রদর্শনী খামার স্থাপন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের পোনা অবমুক্তকরণ, জলাশয়ে অবৈধ জাল ও অবকাঠামো উচ্ছেদ ও শাস্তির বিধানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে নাটোর মৎস্য সম্পদে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পরিবেশ-বান্ধব মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, সমন্বিত পদ্ধতিতে মাছ চাষ, মা মাছের সুরক্ষা প্রদান, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মাননিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীয়তপুর
অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ র্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগম এ র্যালিতে নেতৃত্ব দেন।
পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন প্রমুখ।
পরে, জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অবস্থিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

দুর্গাপুর
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী বক্তব্য রাখেন।
বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়।
পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।