
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবির। স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রকাশ্যে প্যানেল ঘোষণা দিয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচন করতে যাচ্ছে।
এর আগে বিভিন্ন সময়ের নির্বাচনে শিবিরের পক্ষ থেকে গোপনে প্যানেল দেওয়া হলেও প্রকাশ্যে প্রচারণা করতে দেখা যায়নি বলে সেই সময়ের ছাত্রনেতারা জানিয়েছেন।
নব্বইয়ের দশকে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে ঐকমত্য ছিল তৎকালীন অধিকাংশ ছাত্র সংগঠনের মধ্যে। এরপর থেকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেয়নি।
গত বছর পাঁচই অগাস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা- কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন।
ছাত্রশিবির সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে যেখানে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এস এম ফরহাদ।
শিবির তাদের প্যানেলে দুইজন নারী সদস্যের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
নিজস্ব প্রতিবেদক 





















