
চুয়াডাঙ্গায় রেলগেটের ওভারপাস দ্রুত নির্মাণ , রাস্তা প্রশস্তকরণ ও ঝূকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধরণ ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১০ টায় রেলবাজার কামিল মাদরাসার গেটের সামনে এ মানববন্ধন কর্মসূাচ পালন করা হয়।
মানববন্ধনে চুয়াডাঙ্গা কামিল মাদসার অধ্যক্ষ মীর মো, জান্নাত আলী, মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান পল্টু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নির্মাণ সামগ্রী ছাত্রদের ওপর পড়ে কোন ক্ষতি করতে না পারে সেজন্য সতর্কতার সাথে কাজ বরতে হবে। একই সাথে রাস্তার পাশে ঝুকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে এবং শিক্ষার্থীদের চলাচলের জন্য কামিল মাদরাসারার রাস্তা প্রসস্ত করতে হবে।
চুয়াডাঙ্গা প্রতিবেদক 


















