প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১২:০৭ এ.এম
সাঁথিয়ায় খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে হাজী ইউনুস

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার(১৬ আগস্ট) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় জাতীয়তাবাদী প্রজন্ম দল সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আবুল বাসার এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সেলিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮,পাবনা-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী ইউনুস আলী। আরও উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খোকন, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, পৌর যুব দলের আহবায়ক এস এম মাসুদ মাসুদ রহমান , প্রজন্মদলের সম্পাদক মনিরুজ্জামান সুমন হোসেন,বিএনপি নেতা আশিক ইকবাল রাসেল, জাতীয়তাবাদী মৎস্যজীবিদলের উপজেলা আহবায়ক সাংবাদিক মনোয়ার পারভেজ মানিক হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরচিালনা করা হয়। দোয়া মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.