
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছে।
উপজেলা বিএনপির সহ সভপতি, পক্ষীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক পক্ষীয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান হুমায়ন কবির সেলিম এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাম ভূমিদস্যু ইদ্রিস ও লোকমান মাস্টার। তাদের অপপ্রচারে সমর্থন জোগায় উপজেলা কমিটির কতিপয় সুবিধা লোভী নেতা। তারা অবৈধ সুবিধা নিয়া উপজেলা কমিটির সভাপতি, সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম কে ভুল বুঝিয়ে হুমায়ন কবির সেলিম কে সর্তক নোটিশ প্রদান করেন। যা সামাজিক মাধ্যমে প্রচার হয়।
উপজেলা কমিটির এ সর্তক বার্তায় ক্ষুব্দ হন ইউনিয়ন বিএনপি নেতা কর্মী ও সাধারন জনগন।
তার ই প্রতিবাদে রবিবার সন্ধ্যায় স্হানীয় বোরহানগন্জ বাজারে হাজারের অধীক নেতাকর্মীর উপস্হিতিতে এ বিক্ষোভ অনুস্ঠিত হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তাগন বলেন- বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে পক্ষীয়া ইউনিয়নের নেতা কর্মীদের পাশে থেকে আগলে রেখেছে হুমায়ন কবির সেলিম। ৫ আগষ্টের পর আওয়ামী সুবিধা বাদী ভূমিদস্যু ইদ্রিস ও লোকমান মাষ্টার নানান ষড়যন্ত্র করে পরীক্ষীত বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখে। বিক্ষোভ কারীরা সুবিধা বাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়ার দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জসিমউদ্দীন মাতাব্বর,তাতীদলের সভাপতি আল আমিন চৌধুরী, বিএনপি নেতা পাবেল হাওলাদার, শাকিল হাওলাদার,সহ পক্ষিয়া ইউনিয়ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বোরহানউদ্দিন( ভোলা) প্রতিবেদক 


















