
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নামের এক নদীতে ডুবে নিখোজের দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের কর্মীরা। শনিবার ১৬)আগষ্ট দুপুরে রাবেয়া মোড়ের কাছে ওই নদীর ব্রীজের দক্ষিন দিক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান , ওই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আবির। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফারেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করে। সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 






















