
নীলফামারীর সৈয়দপুরে জন্মাষ্টমীকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শনিবার দুপুরে (১৬ আগষ্ট) হিন্দু কল্যাণ সমিতির উদ্যোগে ওই শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় শতাধিক হিন্দু নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সৈয়দপুরের হীরালাল ঠাঁকুরবাড়ি মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ওই শোভাযাত্রায় নবজাতক কৃষ্ণের পুত্তলিকা মাথায় নিয়ে ঢোল বাজনাসহ শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী।
এর আগে ঠাঁকুরবাড়ির মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, পূজা উদযাপন কমিটি সৈয়দপুর শাখার সভাপতি ও শিল্পপতি রাজকুমার পোদ্দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, আনোয়ার হোসেন প্রামাণিক, সদস্য শওকত হায়াত শাহ, পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি। পরে ভক্ত ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
সৈয়দপুরের হীরালাল ঠাঁকুরবাড়ি মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ওই শোভাযাত্রায় নবজাতক কৃষ্ণের পুত্তলিকা মাথায় নিয়ে ঢোল বাজনাসহ শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী।
এর আগে ঠাঁকুরবাড়ির মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, পূজা উদযাপন কমিটি সৈয়দপুর শাখার সভাপতি ও শিল্পপতি রাজকুমার পোদ্দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, আনোয়ার হোসেন প্রামাণিক, সদস্য শওকত হায়াত শাহ, পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি। পরে ভক্ত ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















