
সংস্কারের অজুহাত দিয়ে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না। বরং নির্বাচন পিছিয়ে গেলে শত্রুপক্ষরা নানান ষড়যন্ত্র করবে বলে জানিয়েছেন এবি পাটির সাধারণ সম্পাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গতকাল শনিবার সন্ধ্যায় সুমি কমিউনিটি সেন্টারে এবি পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটি আয়োজিত মতবিনিময সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি ঘটছে, নির্বাচন নিয়ে বিরোধীপক্ষ ক্যাম্পেইন করতে পারবে কিনা এমন উদ্বিগ্নতা রয়েছে। এখনই বিরোধীদলের পোষ্টার ছেড়া হচ্ছে, পোষ্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এই অবস্থা আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরো খারাপ হবে। তবুও অন্তবর্তিকালীন সরকার যে নির্বাচনের মাস প্রকাশ করেছে, এবি পার্টি সেটাকে স্বাগত জানায়। নির্বাচন ওই সময় মতো হউক এমন প্রত্যাশা করি।
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব বিষয়ে সংস্কার প্রয়োজন, সে সব বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে নাই। একবছর হলেও নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে না বসা, খুবই দু:খজনক। এবি পার্টি মনে করে, নির্বাচন নিয়ে যে সব বিষয়ে সংস্কার দরকার, নির্বাচন কমিশন ও অন্তবর্তিকালীন সরকার সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সংস্কার করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসলে, কি কি বিষয়ে সংস্কার প্রয়োজন সেটা বোঝা যাবে এবং সেই সব বিষয়কে প্রাধান্য দিয়ে সংস্কার করা দরকার।
তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু যেসব বিষয়ে ভিন্ন মত নেই এখনই বাস্তবায়ন করা দরকার এজন্য ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। তাছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দুই বারের বেশি এক পদে থাকা নয়, নারীদের আসন বৃদ্ধি এসব এখনই বাস্তবায়ন করা প্রয়োজন বলে এবি পার্টি মনে করে।
এবি পার্টির ওই নেতা বলেন, রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, এটা যারা বিশ্বাস করে তারা শুধু মুখে বলে বাস্তবায়ন করে না। যারাই ক্ষমতায় যায়, তারা সেটা ভুলে যায়। সে কারণে রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কাউকে নেয়া হয়নি। তবে রংপুরের তিস্তা মহা পরিকল্পনা বর্তমানসহ সকল দাবি মেনে নেয়ার জন্য দাবি জানান।
এবি পাটির রংপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর প্রতিবেদক 



















