
শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় আলমাডাঙ্গা উপজেলা চত্তরে আলমাডাঙ্গা উপজেলা বিএনপির সবিনয় সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেতা-কর্মীদের উদ্যেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারী-২৬ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো বিচার শালিশ থেকে বিরত থাকতে হবে। ভোটারদের সাথে ভালো আচরণ করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের প্রার্থী সংক্রান্ত মন্তব্যে তিনি বলেন দীর্ঘ ১৬ বছর জেল জুলুম ও হামলা মামলাসহ নানা নির্যাতন সহয্য করে কারা বিএনপিকে সংগঠিত করেছে কেন্দ্রীয় নেতারা সেক্ষেত্রে সাংগঠনিক বিবেচনার ভিত্তিত্বে প্রার্থী নির্বাচন করতে ভুল করবেনা বলে আমি মনে করি।
জনসভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। এছাড়া উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিনুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড এম এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক মো আবু জাফর মন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশীদ ঝন্টু, জেলা মতসজিবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো জেলা আইনজীবী ফোরাম এর আহবায়ক এড আ স ম আব্দুর রউফ, জজকোর্ট এর পিপি এড মারুফ সারোয়ার বাবু, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন প্রমুখ।