প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৮:০৩ পি.এম
মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সাত লক্ষ ছয় হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মৃত আব্দুল অহিদ বেপারীর ছেলে হাফেজ আব্দুল বাতেন (৬৫) এর বিরুদ্ধে।
এ ঘটনায় রংপুর জেলার পীরগাছা থানার চালুনিয়া গ্রামের মৃত নছিব উদ্দিনের ছেলে ভূক্তভোগী মো: সুলতান সরকার (৫৩) সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১৫ আগস্ট ) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রতারক চক্রের সদস্য হাফেজ আব্দুল বাতেনকে বিচারের আওতায় এনে পাসপোর্ট, এন আইডি কার্ড ও টিকা কার্ডসহ টাকা ফেরতের দাবি জানান।
ভুক্তভোগী সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন,
বিবাদী সম্পর্কে আমার ছেলের বায়রা হয়। সেই সূত্রে বিবাদী আমাকে মালয়েশিয়া পাঠাবে বলিয়া বিগত ৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সকাল সাড়ে ৯ টার দিকে তার নিজ বসত বাড়ীতে আলোচনা সাপেক্ষে আমার নিকট হইতে নগদ সাত লক্ষ ছয় হাজার (৭,০,৬০০০) টাকা গ্রহণ করে এবং আমার পাসপোর্ট, এনআইডি কার্ড, টিকা কার্ড এর মূলকপি জমা রাখে। কথা ছিল উক্ত তারিখ হইতে আগামী ৬ মাসের মধ্যে মালয়েশিয়া পাঠাবে। যথাসময় পাড় হইয়া গেলেও বিবাদী আমাকে বিদেশ পাঠাবে পাঠাবে বলিয়া একাধীকবার তারিখ দিয়ে নানা ধরনের তালবাহানা করিয়া আসিতেছে। আমি বেশকিছু দিন যাবৎ সামাজিক ভাবে আমার টাকা পয়সা মূল্যবান ডকুমেন্ট ফেরত নেওয়ার জন্য বিবাদীর উপর চাপসৃষ্টি করিলে বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ করে যে, আমাকে বিদেশ পাঠাবে না আমি যদি এ নিয়া কোন ধরনের বাড়াবাড়ী করি তাহলে আমাকে ১০ ভরি স্বর্ণলংকার চুরির মিথ্যা মামলাসহ বড় ধরনের ক্ষতিসাধন করিবে বলিয়া হুমকি প্রদান করে। ধারণা করা যাইতেছে যে, উক্ত বিবাদী আমার টাকা পয়সা আত্মসাৎ করার পায়তারা করিতেছে বিধায় আমার টাকা পয়সা মূল্যবান কাগজপত্র উদ্ধারসহ বিবাদীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য গত ২০জুন ২০২৫ ইং তারিখে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি ।
উল্লেখ্য যে আমার নিজ বাড়ী বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে বিবাদীর কথামতো তাকে টাকা দিয়েছি কিন্তু সে এখন আমাকে মালয়েশিয়া না পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে সর্বহারা করে রাস্তায় নামিয়েছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে অমানবেতর জীবন যাপন করছি। প্রশাসনের নিকট ন্যায় বিচারের জন্য সুদৃষ্টি প্রার্থনা করছি তিনি যেন প্রতারকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমার কষ্টার্জিত টাকা ও মূল্যবান কাগজপত্র উদ্ধার করে আমাকে ও আমার পরিবারকে রক্ষা করেন।
এদিকে বিবাদী হাফেজ আব্দুল বাতেনের সহিত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেননি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.