
ভারতের জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টিতে এখনো পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
কিশতোয়ারের চাশোতি এলাকায় বিপর্যয় নেমে এসেছে বলে জানা যাচ্ছে।
কর্মকর্তারা বিবিসির সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীরকে বলছেন যে অন্তত ৭০ জনকে ব্লক ও জেলা হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ওই এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ‘মচৈল যাত্রা’ শুরু হয়। ওই যাত্রায় অংশ নেওয়ার জন্য বহু ধর্মপ্রাণ মানুষ সেখানে হাজির হয়েছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল ইতোমধ্যেই পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ব্যাপক স্রোতে পাহাড় থেকে জলস্রোত ও মাটি পাথর নেমে আসতে দেখা যাচ্ছে।
জম্মু অঞ্চলের ডিভিশনাল কমিশনার রমেশ কুমার বলেছেন, “বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ আমরা খবর পাই যে কিশতোয়ারের চাশোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল পাঠানো হয়েছে।
“চিকিৎসকদের দলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে উদ্ধার করে ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে,” জানিয়েছেন মি. কুমার।
আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাস্তা ভেসে গেছে। আর আবহাওয়া এতটাই খারাপ যে হেলিকপ্টার কাজে লাগানো যাচ্ছে না।“