
যারাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিবিসি বাংলাকে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মানুষ আন্দোলন, সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান সালাহউদ্দিন আহমদ।