প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৮:৫৮ পি.এম
সৈয়দপুরে সংবাদপত্র হকার নাজমুল হক বাচ্চুর ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুরে সংবাদপত্র (পত্রিকা) হকার নাজমুল হক বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি বেশ কয়েক মাস থেকে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, মা, এক ভাই, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর বাঙ্গালীপুর মন্ডলপাড়ার মন্ডলপাড়া বায়তুন নুর জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম নামজুল হক বাচ্চু ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর মন্ডলপাড়ার বাসিন্দা মরহুম রোস্তম আলী মন্ডলের জ্যেষ্ঠ পুত্র এবং সৈয়দপুরের বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী আলহাচ্ব মো. মজিদুল ইসলাম মন্ডলের ভাতিজা।
তাঁর মৃত্যুতে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাহিদ, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, মোঃ জহুরুল ইসলাম খোকন, নজির হোসেন নজু, সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব মো. খালিদ নিয়াজি নান্না, আলহাজ¦ মো. মজিদুল ইসলাম মন্ডল সহ অনেকেই ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.