
ঢাকা: আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ঘিরে বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতির তথ্য আপনারা রোডম্যাপেই জানতে পারবেন। খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে কমিশনের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে সম্ভাব্য প্রক্রিয়া ও পদ্ধতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে কমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সকলকে জানিয়ে, স্বচ্ছতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করাই ইসির লক্ষ্য।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 



















