প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৮:৫৬ পি.এম
সৈয়দপুরে চারদিনের ভ্রাম্যমাণ বইমেলা শুরু

নীলফামারীর সৈয়দপুরে চারদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী এ আয়োজনে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
বুধবার (১৩ আগষ্ট) সকালে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল ও কলেজের চেয়ারম্যান শফিয়ার রহমান, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, ভ্রাম্যমাণ বইমেলা ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১৬ আগষ্ট ২০২৫, শনিবার পর্যন্ত। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, সৈয়দপুর, নীলফামারী।
মেলায় আসায় শিক্ষার্থীরা বইয়ের মাঝে নিজেদের মগ্ন করেন। স্কুল-কলেজ শিক্ষার্থীদের আগমনে ব্যাপক সাড়া মিলছে মেলায়।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.