ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত Logo তানোরে নতুন ধানের জাত ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত Logo প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি হস্তান্তর Logo সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা Logo মোবাইল-ই কাল হলো নবম শ্রেণীর ছাত্রী জ্যামির, শিক্ষকের শাসন -অতঃপর বিষপানের মৃত্যু Logo রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন Logo রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা

জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে  মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি।

‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সকল নারী-পুরুষ, তরুণ-তরুণী ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আমার আহ্বান, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে দেশ গড়ার সুযোগ দিন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরী হয়ে পড়েছে। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতাও প্রয়োজন।

এজন্য ‘আমাদের নেতাকর্মীরা এবং  যারা সংবাদকর্মী আছেন তাদের মাধ্যমে আমি দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ‘ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলে-মিশে।’

তারেক রহমান মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘বিএনপি’র রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা’  উল্লেখ করে তিনি বলেন, ‘বেকারদের কর্মের ব্যবস্থা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য’।

তারেক রহমান বলেন,‘জনগণ প্রচলিত রাজনীতির একটা পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণে আর প্রতিশ্রুতি নয়, প্রয়োজন প্রতিশ্রুতির বাস্তবায়ন। এ কারণে প্রতিটি সেক্টরে বিএনপি’র পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ ও যুবশক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।’

দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে উলে¬খ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সাধারণত একটি দেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে, সেটি কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। কারণ, বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম।

এই জনসংখ্যাকে জনশক্তিতে  রূপান্তর করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করে যদি দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার লক্ষ্য নিয়ে গড়ে তুলতে আমরা আগ্রহী, ঠিক একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করানো প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘এখানে একজন বক্তা ‘নতুন কুড়ি’ কথাটি উল্লেখ করেছেন। যুবকদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি একটি অংশ আছে, যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনাটা হচ্ছে ‘নতুন কুড়ি’ ইনশাআল্লাহ আবার আমরা চালু করবো। নতুন কুড়ির আরেকটি সাবজেক্ট আমরা চালু করবো এতে স্পোর্টস বা ক্রীড়াও থাকবে।’

তিনি বলেন,‘আমরা দেশের ভবিষ্যৎ বংশধরদের দিক থেকে এই সেক্টরে খেলাধুলায় যারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা খুঁজে বের করে কালচারাল লাইফের পাশাপাশি খেলাগুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রীড়া শিক্ষাকেও কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি।’

বিএনপির ভারপ্রাপ্ত জানান, এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয়। তারা প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। এখন প্রতিশ্রুতি নয় বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানীর সভাপতিত্বে ও যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক  মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান

Update Time : ০৮:৩৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠনের সুযোগ পেলে  মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি।

‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সকল নারী-পুরুষ, তরুণ-তরুণী ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আমার আহ্বান, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে দেশ গড়ার সুযোগ দিন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরী হয়ে পড়েছে। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতাও প্রয়োজন।

এজন্য ‘আমাদের নেতাকর্মীরা এবং  যারা সংবাদকর্মী আছেন তাদের মাধ্যমে আমি দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ‘ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলে-মিশে।’

তারেক রহমান মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘বিএনপি’র রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা’  উল্লেখ করে তিনি বলেন, ‘বেকারদের কর্মের ব্যবস্থা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য’।

তারেক রহমান বলেন,‘জনগণ প্রচলিত রাজনীতির একটা পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণে আর প্রতিশ্রুতি নয়, প্রয়োজন প্রতিশ্রুতির বাস্তবায়ন। এ কারণে প্রতিটি সেক্টরে বিএনপি’র পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ ও যুবশক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।’

দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে উলে¬খ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সাধারণত একটি দেশে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রমশক্তি থাকে, সেটি কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। কারণ, বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম।

এই জনসংখ্যাকে জনশক্তিতে  রূপান্তর করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বিএনপি মনে করে যদি দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষার লক্ষ্য নিয়ে গড়ে তুলতে আমরা আগ্রহী, ঠিক একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিতা অর্জন করানো প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘এখানে একজন বক্তা ‘নতুন কুড়ি’ কথাটি উল্লেখ করেছেন। যুবকদের মধ্যে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি একটি অংশ আছে, যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেই পরিকল্পনাটা হচ্ছে ‘নতুন কুড়ি’ ইনশাআল্লাহ আবার আমরা চালু করবো। নতুন কুড়ির আরেকটি সাবজেক্ট আমরা চালু করবো এতে স্পোর্টস বা ক্রীড়াও থাকবে।’

তিনি বলেন,‘আমরা দেশের ভবিষ্যৎ বংশধরদের দিক থেকে এই সেক্টরে খেলাধুলায় যারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা খুঁজে বের করে কালচারাল লাইফের পাশাপাশি খেলাগুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ক্রীড়া শিক্ষাকেও কারিকুলামের অন্তর্ভুক্ত করতে পারি।’

বিএনপির ভারপ্রাপ্ত জানান, এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয়। তারা প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। এখন প্রতিশ্রুতি নয় বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানীর সভাপতিত্বে ও যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক  মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তৃতা করেন।