
পাবনার সাঁথিয়ার কাটিয়াদহ, জিয়েলগাড়ী,আফড়া আরাজি বিলে চায়না দোয়ারী জালের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়ে ছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান ও সাঁথিয়া থানাপুলিশের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) অফিসের কর্মচারীবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উদ্ধাকৃত চায়না দোয়ারী জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, খাল-বিল ও নদীতে পোনা মাছ ধ্বংসকারী অবৈধ চায়না দোয়ারী জালের বিরুদ্ধে ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আমাদের মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে।
সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক 


















