
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে রংপুর নগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গাড়ির চালকসহ ২জন মাদককারবারীকে গ্রেফতার করেছেন র্যাব-১৩।
গতকাল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সদরের বৈশ্যপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মাসুদ (২৪) ও একই জেলার নাগেশ্বরী থানার পন্ডিতপাড়ার মুকুল সাহা’র ছেলে গাড়ির চালক শুভ কুমার সাহা।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন রংপুর পৌরসভার ৩০ নং ওয়ার্ডের সাতমাথায় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। তল্লাসীকালে শ্যামলী এন ট্রাভেলস এর বাম পাশের কেবিন থেকে সাড়ে ৫২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য পরিবহনের দায়ে বাসটি জব্দ করা হয়। এসময় ২ জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-১৩ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদকের বিরুদ্ধে এ সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
রংপুর প্রতিবেদক 


















