
পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। শনিবার ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। নিয়ে আসলে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক 


















