
গভীর রাতে অভিযান চালিয়ে মনোয়ার হোসেন (৫০) নামের এক আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার দিবাগত রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের টাটিয়া লেনের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় সৈয়দপুরের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মনোয়ার কে গ্রেপ্তার করা হয়েছে। আটক মনোয়ার সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন।
মনোয়ারের পরিবার জানায়, অসুস্থ মনোয়ার হোসেন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বাড়িতে পুলিশ প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন কে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে নীলফামারীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় সৈয়দপুরের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মনোয়ার কে গ্রেপ্তার করা হয়েছে। আটক মনোয়ার সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন।
মনোয়ারের পরিবার জানায়, অসুস্থ মনোয়ার হোসেন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বাড়িতে পুলিশ প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন কে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে নীলফামারীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















