
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপি’র বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপির অন্যতম নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিফ্টন , পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।