প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৮:০৮ পি.এম
পুঠিয়ার ঝলমলিয়া ডাক বাংলো থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুঠিয়ার ঝলমলিয়া ডাক বাংলো থেকে কাজল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত কাজল উপজেলার জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া এলাকার কামালের ছেলে। সোমবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে পুঠিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, নিহত কাজল মাঝে মধ্যে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজ করতো। আমাদের ধারণা গত রাতে বা ভোরের যে কোন সময় সে ডাক বাংলোর ডাব গাছের ডাব পারতে এসেছিলো। বৃষ্টির কারণে ডাব পিচ্ছিল হওয়া ডাব গাছ উঠার পর গাছ পড়ে মারা যেতে পারে। এছাড়াও ডাব গাছ থেকে পড়ার চিহ্ন সেখানে আছে।
এ বিষয়ে পুঠিয়া থানার কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এ কর্মকর্তা জানান। #
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.