
ঢাকা: শাহবাগ মোড়ে বিক্ষোভকারী ‘জুলাই যোদ্ধাদের’ ছত্রভঙ্গ করে দিল পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয় এবং তাদের মঞ্চটিও অপসারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার থেকে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। শুক্রবার বিকেলে ‘জুলাই যোদ্ধাদের’ আরেকটি পক্ষ এই অবরোধের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ার আগেই পুলিশ উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।
অবরোধের বিরোধিতাকারী ‘জুলাই যোদ্ধারা’ সাংবাদিকদের বলেন, “আসল ‘জুলাই যোদ্ধারা’ কখনো সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। কিন্তু কিছু মানুষ ‘জুলাই যোদ্ধা’ নাম ব্যবহার করে শাহবাগ মোড় অবরোধ করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















