
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাত পৌণে ৯টায় পাবনা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই ( নিঃ) মোঃ বুরজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বাবুলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের উম্মত মালিথার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হাসমত আলী (২৬) ও পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের মৃত শফিউদ্দিন মালিথার ছেলে মাদক ব্যবসায়ী সানা আহম্মদকে (৩৫) গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অপিসার ইনচার্জ মোঃ মোঃ রাশেদুল ইসলাম জানান, মাদক নির্মূল এবং জননিরাপত্তা রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পাবনা প্রতিবেদক 


















