
ঢাকা: আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তবেই ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় আসে আর দেশকে লুট করে নিয়ে যায় আর সেটা হতে দেয়া যাবে না।
তিনি এসময় বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
একইসঙ্গে দেশ গড়ার নতুন যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে তিনি ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















