
নীলফামারীর সৈয়দপুরে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল ৯ টা স্থানীয় ডালিয়া ক্যানেলের সেলফির মোড় এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন আলী উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার মিনারুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকটি একটি আকাশমণি গাছের ডালে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। তা দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি ফইম উদ্দিন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















