প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:১৬ পি.এম
পাবনার বেড়া তারাপুরে ১৪৪ ধারা প্রত্যাহার

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।
বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নিমাণ ও পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জুলাই দুই পপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হাদিস শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ খবর পৌঁছামাত্র দুই গ্রুপের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১৫টি বাড়িঘর ভাংচুর মালামাল লুট ও ২৯টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ২৭ জুলাই রোববার সকাল ১০টা থেকে ২৮ জুলাই সোমবার সকাল ১০টা পর্যন্ত তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে ধীরে ধীরে পরিস্থতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম জানান, সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ও সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে তারাপুর গ্রাম পরিদর্শন করেছি।
তারাপুরের আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি ও মানুষে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। পুলিশি টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর একটি মাঝেমাঝে টহল দিচ্ছে। পরিস্থতির উন্নতি হওয়ায় ১৪৪ ধারার মেয়াদ বাড়ানো হয়নি বলে তিনি জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.